‘ভালো থেকো বৃদ্ধ বাবা, আমি তোমার খবর রাখবো নিশ্চয়’

  28-03-2020 03:37PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : সারা দেশে যখন ফেসবুকে ভাইরাল যশোর মণিরামপুরের সহকারী (ভূমি) কমিশনার (এসিল্যান্ড) সায়েমা হাসানের তিন বৃদ্ধকে কান ধরে শাস্তি দেয়ার দৃশ্য। ছি ছি কার আর কুরুচি মন্তব্যে ভেসে যাচ্ছে এমন সরকারি উর্দ্ধতন কর্মকর্তার আচারণ নিয়ে। ঠিক তখনই ব্যতিক্রম এক ঘটনা ঘটলো রাজশাহীর তানোর উপজেলায়।

৬০ উর্দ্ধ এক বয়স্ক বৃদ্ধ যখন রাস্তার ধারে পুলিশ দেখে আঁতকে উঠেন। ভয়ে হাতজোড় করে বলেন,‘বাবা আমার যদি কোনও ভুল হয় মাফ করে দাও, আমি আর বাজারে আসবো না।’ তখন তার পাশে গিয়ে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক কাছে গিয়ে বলেন, ‘আপনার কোন ভুল হয়নি।’ পুরানো ছেঁড়া কাগজ কুড়ানো ওই বৃদ্ধকে নিজে থেকে আর্থিক সাহায্য করে বললেন, কিছু চাল ডাল কিনে বাড়ি চলে যান। কিছুদিন আর বাজারে আসবেন না। বৃদ্ধ মাথা নেড়ে বাজারে না আসার সম্মতি জানিয়ে বললেন, ‘বাবা আর আসবো না।’

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তানোরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তানোরে যান। তানোর বাজার থেকে উপজেলা চত্বরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় তিনি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোকে বৃদ্ধ লোকটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে সহায়তার নির্দেশ দেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রমুখ।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘হায় করোনা তুমি সকলকে একটু করুণা করো। অন্তত নাম না জানা এই বৃদ্ধের কোন ক্ষতি করো না। এই মিনতি করি। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন। সারা বিশ^ হোক করোনা ও করুণা মুক্ত। ভালো থেকো বৃদ্ধ বাবা। আমি তোমার খবর রাখবো নিশ্চয়।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন