কর্মহীন অসহায় মানুষের পাশে ইউএনও

  30-03-2020 03:48PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের কাছে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন রাজশাহীর তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার তানোর বাজার, গোল্লাপাড়া বাজার, কালীগঞ্জ বাজার, চাঁন্দুড়িয়া বাজারসহ রাতৈল গ্রামে কর্মহীন অসহায় মানুদের কাছে গিয়ে তিনি সরকারি সহায়তা পৌঁছে দেন।

সূত্র জানায়, দরিদ্র মানুষের জন্য সহায়তা হিসেবে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি লবন ও ১ কেজি ডাল। এসব সামগ্রী বস্তায় প্যাকিং করে রবিবার রাতেও কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন ইউএনও। এ সময় বাড়িতে থাকা ব্যক্তিরা অবাক হয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। সবাইকে অনুরোধ করছি ১৪দিন হোম কোয়ারেন্টাইন মেনে চলুন । প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেব।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন