সুনামগঞ্জে শ্বাসকষ্টজনিত রোগে নারীর মৃত্যু, স্বামী অসুস্থ

  30-03-2020 04:12PM

পিএনএস ডেস্ক : সুনামগঞ্জের পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকায় শ্বাসকষ্টজনিত রোগে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকার বাসিন্দা তিনি। এই নারীর মৃত্যুর পর এলাকায় উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এদিকে নারীর স্বামী অসুস্থ হ্ওয়ায় করোনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে। আর পরিবারকে হোম কোয়ারেন্টানের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

সিভিল সার্জন ও পরিবারিক সূত্রে জানা যায়, ওই নারীর দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। একই সঙ্গে গত কিছুদিন আগে হালকা জ্বর ও কাশি হয়।

এ জন্য তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছিলেন। রবিবার রাতে তিনি এবং তার স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

রাত তিনটার দিকে তার অবস্থার অবনতি হয়। ভোর সাড়ে ৫টার দিকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, যিনি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে আমাদের আগে কোনো কিছু জানানো হয়নি। তিনি তার বাড়িতেই মারা গেছেন। আমরা যেটুকু জেনেছি তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তাকে দ্রুত দাহ করায় নমুনা সংগ্রহ করা যায়নি। তার স্বামীও অসুস্থ। তার নমুনা সংগ্রহ করা হবে। তাকে সিলেটে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন