শেরপুরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  30-03-2020 05:22PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পরিষদের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা বিভিন্ন সড়কে জীবাণু নাশক পানি ছিটানো হয়।

সোমবার (৩০মার্চ) দুপুরে শেরপুর উপজেলা পরিষদে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, প্রাণী সম্পদ দফতরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, আ.লীগ নেতা মকবুল হোসেন, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু, শাহ আলম পান্না, আবু সাঈদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলার গাড়ীদহ, কুসুম্বী ও বিশালপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, নভেল করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার হ্যান্ড স্যানিটাইজার, চার হাজার মাস্ক ও স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত আরও চার হাজার হ্যান্ড স্যানিটাইজার দশটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রকল্প থেকে দুই হাজার পাঁচশত কর্মহীন পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে সাত সেট পিপিই সরবরাহ করা হয়েছে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন