নরসিংদীতে মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসনের অভিযান, ত্রাণ বিতরণ

  31-03-2020 07:19PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে ঘরে রাখতে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় শ্রমজীবী দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে অহেতুক ঘোরাঘুরি না করে ঘরে অবস্থান নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেলানগর, দাসপাড়া, সঙ্গীতা, আরশীনগর, বটতলা, শাপলা চত্বর, হাজীপুর, সাহেপ্রতাব, পাঁচদোনা, মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থানের জন্য সকলকে আহবান জানানো হয়। সেই সাথে ৫০টি দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরুখ খানসহ নির্বাহী ম্যাজিষ্ট্র্যেটগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন