লক্ষ্মীপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

  02-04-2020 03:45PM


পিএনএস ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর ৭০ বছর বয়সী রেজাউল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় সদর উপজেলার কামানখোলা গ্রামে নিহতের বাড়ির ১৫টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি ওই ব্যক্তির দুই প্রতিবেশী ইতালি থেকে আসেন। তারা মসজিদে নামাজ পড়েন। তিনিও নামাজ পড়েন। গত দুদিন আগে তার শ্বাস কষ্ট বেড়ে যায়। হাসপাতালে আনার পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে পুলিশ নিয়ে ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় তার বাড়ির ১৫টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন