হাজতির স্ত্রীকে নিয়ে বাসায়, জেল সুপার প্রত্যাহার!

  03-04-2020 05:44PM

পিএনএস ডেস্ক:বগুড়া জেলা কারাগারের জেল সুপার সাঈদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম।

জানা গেছে, কয়েকদিন আগে কারাবন্দী এক হাজতির স্ত্রীকে অফিসে ডেকে নেন সাঈদ হোসেন। এরপর ওই মহিলার স্বামীকে অন্য জেলে পাঠানোর কথা বলে ওই নারীকে তার সরকারি বাসভবনে নিয়ে যান। এরই এক পর্যায়ে গত ৩১ মার্চ ডিআইজি প্রিজন অসীম কান্ত পাল কারাগার পরিদর্শনে এলে বিষয়টি জানতে পারেন। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় কারাগারের একটি সূত্র।

বৃহস্পতিবার রাত ৮টায় ভারপ্রাপ্ত জেল সুপারের দায়িত্ব নেন বগুড়ার এনডিসি তাজ উদ্দিন। তিনি বলেন, উপরের নিদের্শে আমি দায়িত্ব বুঝে নিচ্ছি। এর বেশি আমি আপাতত কিছু জানি না।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন