সকাল থেকে বন্ধ হচ্ছে পটুয়াখালী শহরের প্রবেশদ্বার

  07-04-2020 08:43AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে আনতে শহরের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে শহরের প্রবেশ মুখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি থাকছে।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তা থেকে শহরের প্রবেশের সড়ক টি বন্ধ করে দেয়া হবে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে কিংবা শহর থেকে বের হতে দেয়া হবে না। এ ছাড়া শহরের ২নং বাঁধঘাট এলাকাতেও শহরের প্রবেশ পথ বন্ধ করা হবে।

বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করছে এমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এজন্য সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে পটুয়াখালীতে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষকে বাড়িতে খাকার অনুরোধ জানাচ্ছেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন