নবাবগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  07-04-2020 06:05PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমনের কারনে দিনাজপুরের নবাবগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উপজেলার ৯টি ইউনিয়নের ৬ হাজার ৫০০ জন রিক্সা, ভ্যান, অটোচার্জর ও ভটভটি চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে ২৫ মেঃ টন চাল বরাদ্দ রয়েছে। বাকিটি স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক প্রদত্ত অর্থে কেনা হয়েছে। উপজেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা রেফাউল আজম জানান চাল,আলু ও লবন খাদ্য সহায়তা হিসাবে প্রদান করা হচ্ছে।তিনি জানান তার দপ্তরের মাধ্যমে ইতিপূর্বে ২ হাজার ৫০০ কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

অপরদিকে দিনাজপুর জেলা পরিষদের পক্ষে পরিষদের সদস্য ও নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক একরামুল হক খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। অনুরুপ ভাবে সহায়তা প্রদান করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আতাউর রহমান। এ ছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর গত সোমবার থেকে শুরু করেছে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি। করোনা পরিস্থিতিঃবর্তমানে উপজেলা এলাকায় কোন করোনা আক্রান্ত রোগী নাই। যারা হোমকোয়ারেন্টাইনে ছিলেন তারা মুক্ত বলে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী আজ মঙ্গলবার জানান। এ দিকে উপজেলার ভাদুরিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী বিলকিস বেগম(২৩) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে। আজ মঙ্গলবার তার আইসোলেশনে থাকার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদি জানান বিলকিসের প্রচুর কাশি রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন