লালমনিরহাট কার্যত ‘লকডাউন’

  08-04-2020 01:10PM


পিএনএস ডেস্ক: লালমনিরহাট জেলাকে আক্ষরিক অর্থে 'লকডাউন' ঘোষণা না করা হলেও জেলায় সব ধরনের যানবাহন প্রবেশ ও জেলা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি জেলার অভ্যন্তরে সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাটবাজার, প্রতিষ্ঠান এবং গণপরিবহন বন্ধ থাকবে।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। বুধবার সকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন