ফরম পূরণ করলেই খাবার পৌঁছে যাবে বাড়িতে

  09-04-2020 02:21PM

পিএনএস ডেস্ক : চুয়াডাঙ্গা পুলিশের হেল্প ডেস্কে এসে ফরম পূরণ করলেই খাবার পৌঁছে যাবে বাড়িতে। দরিদ্র অসহায় মানুষদের জন্য এ উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ। ইতিমধ্যেই অনেকেই ফরম পূরণ করে বাড়িতে থেকে পেয়েছেন পুলিশের দেওয়া খাবার।

করোনাভাইরাসের কারণে যারা খাদ্য সংকটে পড়েছেন তাদের জন্য নেওয়া হয়েছে এ উদ্যোগ। উদ্যোগে সাড়াও মিলেছে। অনেকেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের হেল্প ডেস্কে এসে ফরম পূরণ করে যাচ্ছেন। তারপরই পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, আটা, তেল, সাবান প্রভৃতি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সংকটে পড়া পরিবারের বাড়িতে।

জানা গেছে, গত ৭ এপ্রিল থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য সংকটে থাকা মানুষ ফরম পূরণ করে বাড়িতে বসে খাদ্য সহায়তা নিচ্ছেন।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, যেকোনো দানশীল ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নিয়ে সহায়তা করতে পারেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, সঠিকভাবে ঠিকানা জেনে বাড়ি খুঁজে বের করার জন্য ফরম পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কেউ ইচ্ছা করলে নিজের পরিচয়পত্রের ফটোকপি থানা কিংবা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছে দিলেও তিনি খাদ্য সহায়তা পাবেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন