সুন্দরগঞ্জে পুলিশি তৎপরতায় চা-দোকান বন্ধ

  09-04-2020 06:45PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশি অভিযান ও তৎপরতায় চা-দোকানসমূহ বন্ধ রয়েছে। করোনা ভাইরাস সংক্রমন মানুষের মাঝে ছড়িয়ে না পরতে পারে সে জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চা-দোকান, সেলুন, বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। এমনকি ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জুম্মার নামাজে ১০ জন ও অন্যান্য ওয়াক্তিয়া জামাতে ৫ জন মুসল্লি উপস্থিত হইয়ে নামাজ আদায় করার জন্য নিদের্শনা দেয়া হয়। সকল ধরনের জনসমাগম থেকে বিরত থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নিদের্শনা দেয়া হয়। চায়ের দোকানে অযাথা আড্ডা-বাজিসহ অহেতুক সময় নষ্ট করেন সাধারণ মানুষ।

এজন্য চায়ের দোকানসমূহ সম্পন্নরূপে বন্ধ করে দেয় সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ও কঞ্চিবাড়ীর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান সঙ্গীও ফোর্স সহ ধর্মপুর, কঞ্চিবাড়ী, সখের বাজার, বরুয়াহাট, ফুলমিয়ার বাজার, মাঠের হাট, বাবুর বাজারসহ বিভিন্ন এলাকার হাট-বাজার ও রাস্তার মোড়ে মোড়ে গড়ে ওঠা চায়ের দোকানগুলি বন্ধ করে দিয়েছে। তবে গ্রাম গঞ্জের সাধারণ মানুষ সামাজিন দূরত্ব বজায় না রেখে চলাফেরা করছেন। অনেকে মাক্স ব্যবহার ও করছে না। জনপ্রতিনিধি, পুলিশ, গ্রাম পুলিশসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন