ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে ইউপি চেয়ারম্যান

  09-04-2020 07:56PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : দেশে চলমান পরিস্থিতিকে ঘিরে সমগ্র গ্রাম বাংলার সিংহ ভাগ মানুষ মানছে না এই লগডাউন কারন হিসেবে জানতে চাইলে কর্মহীন ব্যক্তি মোছাঃ জোবেদা , মতিয়ার রহমান, মঞ্জুয়ারা বেগম , ছবি বেগম, আশাদুল ইসলাম অনেকে বলেন বর্তমান সরকার কর্তৃক অঘোষিত এই লগডাউনে আমরা ও আমাদের মত অনেকেই মানবেতর জীবন যাপন করছে তাতে যে পরিমান খাদ্যশস্য সরকার বরাদ্দ করেছে তা নেহাত যত সামান্য । তাই সরকার যদি সহৃদয় হয়ে গ্রামীন অবকাঠামো উন্নয়ন আপাতত স্থগিত রেখে স্থানীয় সরকারসহ ও অন্যান্য বিভাগ কর্তৃক উন্নয়নমূলক কর্মকান্ডের বিপরীতে মানবিক সহায়তায় ব্যয়ের দৃড় সিদ্ধান্ত গ্রহন করেন তবেই এ চলমান তবে এই চলমান ক্রান্তিতে কর্মহীন ,দুস্থ , ফকির, ভ্যান চালক ও মধ্যবিত্তসহ বিভিন্ন পেশাজীবি মানুষের কষ্ট লাঘব হতো । অপরদিকে ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলের উদ্যোগে বৃহষ্পতিবার সকালে নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গুচ্ছগ্রামের ৪০টি পরিবারের মাঝে আটা, সুজি ও চিনি বিতরন করেন।

বিতরনকালে চেয়ারম্যান আমিনুর রহমান উত্ত্যোক্ত বালি পেরিয়ে বাড়ী বাড়ী গিয়ে তাদের ত্রাণ সামগ্রী পৌছে দেন এবং মাস্ক ব্যবহার , বার বার সাবান দিয়ে হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্নতা , নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ স্বাস্থ্য সুরক্ষা পরামর্শ দেন । এসময় তার সঙ্গে ছিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মোজাফ্ফর হোসেন, ডিজিটাল সেন্টার উদ্যোক্তা শফিকুল ইসলাম প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন