উখিয়ায় ১৫০ শয্যা আইসোলেশন সেন্টার উদ্বোধন

  21-05-2020 06:30PM

পিএনএস ডেস্ক : উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১শ ৫০ শয্যা বিশিষ্ট এসএআরআই আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আইসোলেশন সেন্টারটি স্থানীয় জনগোষ্ঠী ও বল প্রয়োগে বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ টার দিকে উখিয়া কলেজ সংলগ্ন টিএনটি এলাকায় উক্ত আইসোলেশনের উদ্বোধন করা হয়েছে।

এসময় কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জমান ও জাতিসংঘের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, উখিয়া উপজেলায় কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগে ও ইউএনএইচসিআর, রিলিফ ইন্টারন্যাশনাল এবং ব্র্যাকের সার্বিক সহযোগিতায় ডেডিকেটেড ১৫০ শয্যা বিশিষ্ট এসএআরআই আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত স্থানীয় জনগোষ্ঠী ও বলপ্রয়োগে বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক রোগীদের এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন