ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে শরণখোলায় তিন গ্রাম প্লাবিত

  22-05-2020 02:57AM

পিএনএস ডেস্ক : বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে ঘূর্ণিঝড় আম্পানে দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে হয়ে তিনটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। বগী-গাবতলা এলাকার বহু মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে।

এ উপজেলার চারটি ইউনিয়নে সহস্রাধিক কাঁচা ঘর বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে প্রাথমিকভাবে ত্রাণ ও ঢেউটিন বিতরণ করেছেন।

এসময় শরণখোলা ইউএনও সরদার মোস্তফা শাহিন, মোরেলগঞ্জ সার্কেলের এএসপি রিয়াজুল ইসলাম, শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও পিআইও রনজিৎ সরকার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাউথখালীর প্লাবিত হওয়া চারটি গ্রাম বগী, গাবতলা, চালিতাবুনিয়া, দক্ষিণ খুড়িয়াখালীর দুর্গত মানুষের জন্য ২০ মেট্রিকটনসহ এ উপজেলায় মোট ৩০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়ার কথা ঘোষণা দেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ঘূর্ণিঝড় আম্পানে দুই কিলোমিটার বেড়িবাঁধসহ চার ইউনিয়নে প্রায় এক হাজার কাঁচা ঘর, ৪৫০টি মাছের ঘের, ৩০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক হিসাব পাওয়া গেছে। অন্যান্য ক্ষয়ক্ষতি নিরূপণের জরিপ চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন