তানোরে ৫৭৭ মসজিদ পেলো প্রধানমন্ত্রীর অনুদান

  22-05-2020 04:48PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন রাজশাহীর তানোর উপজেলাতে ৫৭৭টি মসজিদকে ২৮ লাখ ৮৫ হাজার টাকা অনুদান দিয়েছে সরকার।

আজ শুক্রবার (২২মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহীদ মিনার চত্বরে পৌরসভার ৮টি মসজিদ কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর করে তানোরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।

এ সময়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) তানোর উপজেলার ফিল্ড সুপারভাইজার মাহবুবুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ফেরদৌস জামান, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান, উপজেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের সব মসজিদে ৫ হাজার করে টাকা অনুদান দিয়েছে সরকার। দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদকে এ অনুদান দেয়া হচ্ছে। এ জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন