ডিমলায় ঈদ সামগ্রী বিতরণ

  22-05-2020 07:35PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : ঈমাম, মোয়াজ্জিন, খাদেম ও পুরোহিত এবং অসহায়দের মাঝে উপজেলা ত্রাণ শাখার আওতায় ঝুনাগাছ চাপানী ইউপি’র সহায়তায় ৬৪৩ জনকে ১০ কেজি চাল, নগদ অর্থ ৬০ টাকা করে প্রদান করা হয়। ২২ মে সকাল ১০টায় মহামারি করোনা ভাইরাসকে উপেক্ষা করে চলমান আম্পান এর আবহাওয়া প্রতিকূলতা থাকলেও ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য , উপজেলা প্রেরিত ট্যাগ অফিসার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি , সাধারন সম্পাদকের উপস্থিতিতে এ বিতরন করা হয়।

বিতরণের পূর্বে চেয়ারম্যান আমিনুর রহমান চলমান পরিস্থিতিকে ধের্য্যর সঙ্গে মোকাবিলা করে সরকারি বিধি নিষেধ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বরোপ করে বলেন একই তো অদৃশ্য করোনা ভাইরাসে সংক্রমন বেড়েই চলছে , সেই সাথে বেড়েই চলছে মৃত্যুর হার । আবার আম্পান নামক ঘূর্নিঝড়ের প্রার্দুভাবে তিস্তারপাড়ের মানুষ, গবাদীপশুসহ জনজীবন আর এক বিপদের সম্মুখীন হয়েছে। স্রষ্টার কাছে দোয়া করি আসন্ন পবিত্র ঈদুল আযহা পালনের মধ্যে দিয়ে দেশের সকল প্রকার দূর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করুক।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন