লালমনিরহাটে ৬শ’ এতিম শিশুর মুখে হাসি ফোটালো সেনাবাহিনী

  23-05-2020 04:45PM

পিএনএস ডেস্ক :লালমনিরহাটের ২৪টি এতিমখানার ৬শ এতিম শিশুকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৩ মে) সারাদিন জেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের রেশন জমিয়ে ছিন্নমূল ও দুস্থ কর্মহীন মানুষদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী। এরই অংশ হিসেবে আসন্ন ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে লালমনিরহাটের ২৪টি বেসরকারি এতিমখানার ৬শ এতিম শিশুর মধ্যে ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনী।

রংপুর সেনানিবাসের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান প্রতিটি এতিমখানায় উপস্থিত হয়ে ঈদ উপহার তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এতিমখানা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন