কুমিল্লায় বেড়েই চলেছে করোনা রোগী, একদিনে আক্রান্ত ৮১!

  24-05-2020 07:30PM

পিএনএস ডেস্ক: কুমিল্লায় বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গতকাল শনিবার ৬৩ জন আক্রান্ত হওয়ার পর রোববার আবারো ৮১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জনে।

করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৮১ জন। এরমধ্যে মুরাদনগরে ৮, চান্দিনায় ২২, হোমনা ১, তিতাস ২, দাউদকান্দি ৩, মেঘনা ৮, দেবিদ্বার ৯, ব্রাক্ষ্মণপাড়া ২, মনোহরগঞ্জ ১, লাকসাম ৩, আদর্শ সদরে ৩, বুড়িচংয়ে ৮ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলা থেকে ৭১৩৫টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ৬৪৪৫ জনের। রিপোর্ট অনুযায়ী পজিটিভ এসেছে ৬০৭ জনের। রোববার মুরাদনগরে ২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯০ জন। আর রোববার একজনসহ এ পর্যন্ত মারা গেছেন মোট ২০ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন