ঈদের দিন সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

  26-05-2020 01:19AM

পিএনএস ডেস্ক: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- দেবেহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ঈসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৬) ও সদর উপজেলার রইচপুর গ্রামের প্রয়াত ইজার আলীর ছেলে আয়ুব আলী (৭০)।

এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ মে সেলিনা বেগম হাসপাতালের আইসোলশেন বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি জানান, বৃদ্ধ আয়ুব আলী একই ধরনের উপসর্গ নিয়ে গত ২২ মে হাসপাতালের আইসোলশেন বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

ডা. রফিকুল জানান, মৃত দু'জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ইতোমধ্যে এই দু'জনের বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন