দীর্ঘ অপেক্ষায় হাসপাতালের রাস্তায় সন্তান প্রসব

  26-05-2020 12:56PM




পিএনএস ডেস্ক: প্রসব ব্যথায় কাতর এক প্রসূতিকে ভর্তি নেয়নি স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ অপেক্ষার পর হাসপাতালের সামনের রাস্তায় সন্তান প্রসব করেন ওই মা। সোমবার রাতে গাইবান্ধার সাদুল্যাপুরের বাদশা মিয়ার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কিন্তু হাসপাতালে তাকে ভর্তি না নেওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। পরে হাসপাতালের সামনের রাস্তায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

প্রসূতি রাশেদার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। ঘটনার পর প্রসূতির স্বজন ও স্থানীয়রা হাসপাতালের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

গাইবান্ধার সাদুল্যাপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন কুমার বর্মন বলেন, ডেলিভ্যারির পর এখন ব্লিডিং বেশি হচ্ছে, এখন পেশেন্টকে এখানে ওভাবে রাখা সম্ভব না। করোনার কারণে এখানে কোন রোগী দেখা হয় না।

গাইবান্ধার সাদুল্যাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ খান বলেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ দোষী হয়ে থাকেন তবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন