শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কাউন্সিলর

  26-05-2020 02:46PM

পিএনএস ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন৷ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কালীঘাট রোডে নিজ বাসায় মারা যান তিনি। এর আগে, গতকাল সোমবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল আসলে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কাউন্সিলর আব্দুল আহাদ গত ১০-১২ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে সেই পরীক্ষার ফলাফলে তার পজিটিভ আসে।

এরপর রাতেই তার বাসা লকডাউন করে তাকে সেখানেই আইসোলেশনে রাখা হয়। আজ সকালে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়ার প্রস্তুতিকালেই তার অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘বিধি মেনে তার জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। দুপুর দেড়টায় কালিঘাট কবরস্থানে স্বাস্ব্যবিধি অনুয়াযী দাফন সম্পন্ন করা হবে।’

মৃত্যুকালে মো. আব্দুল আহাদ দুই স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শ্রীমঙ্গলে এটাই করোনাভাইরাসে প্রথম মৃত্যু।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন