সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

  30-05-2020 01:08AM

পিএনএস ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন পিয়ার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মৃত পিয়ার আলী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে।

সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের আবদুল হাই জানান, তার জামাতা পিয়ার আলী তাদের বাড়িতে থেকে কৃষিকাজ করতো। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুর ১টার দিকে তার জামাতা পিয়ার আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করা হবে। একে নিয়ে করোনা উপসর্গে সাতক্ষীরায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন