ডিমলায় ঝুনাগাছ চাপানী ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা

  30-05-2020 04:47PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউপি’র ২০২০-২০২১ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে উম্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু,অবসর প্রাপ্ত শিক্ষক মধুসুদন রায়, প্রভাষক কমল চন্দ্র রায় প্রমুখ। ২০২০-২০২১ অর্থ বছরে ইউপি সচিব সুবাস চন্দ্র রায় ৫,৫১,০০,৬৭৭/- টাকা আয় ও ৫,৫০,৩৭,৮০৮/- টাকা ব্যয় এবং ৬২,৮৬৯/- টাকার উদ্বৃত্ত বাজেটের ঘোষনা পত্র পড়ে শোনান। সভাপতি তার বক্তব্যে বলেন বর্তমান করোনা পরিস্থিতির কারনে এ বাজেট ঘোষনা অনুষ্ঠান সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে করা হলো। সময়মত ইউপি কর পরিশোধ করে ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা সহ সুপরামর্শ কামনা করছি। পরিশেষে অদৃশ্য এ ভাইরাসের প্রার্দুভাব থেকে মহান সৃষ্টিকর্তা আমার ইউনিয়ন তথা সকল দেশ ও জাতিকে রক্ষা করুক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শফিকুল ইসলাম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন