আশুলিয়ায় ওসিসহ ১৪ পুলিশের করোনা পজেটিভ

  01-06-2020 07:21PM

পিএনএস ডেস্ক : আশুলিয়া থানার আরও ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আশুরিয়া থানায় ওসিসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওহিদ জানান, গত শনিবার আশুলিয়া থানা থেকে ৫৯ জনের নমুনা দেয়া হয়। তারমধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়। যার মধ্যে একজন এসআই, ৪ জন কনস্টেবল ও ৪ জন নারী কনস্টেবল। অন্যদুইজন থানার ম্যাচের ২ বাবুর্চি (তারা থানার চুক্তিভিত্তিক জনবল)।

তিনি আরও জানান, গত শনিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ নারীর কনস্টেবলের নমুনা দেয়া হয়। তারমধ্যে গতরাতে (৩১ মে) ৪ জনের পজেটিভ হওয়ার রিপোর্ট জানতে পারি। বাকি ৫৪ জনের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল। তারমধ্যে সকালে সোমবার (১ জুন) ৭ জনের করোনা পজেটিভ হয়। তাদের সবাইকে ঢাকা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে গত ২৯ মে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মুঠোফোনে রিজাউল হক দিপু জানান, গত দুইদিনের তুলনায় আজকে (১ জুন) অনেকটা সুস্থবোধ করছেন। পাশাপাশি সকলের কাছে দোয়া চেয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন