কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

  02-06-2020 02:46AM

পিএনএস, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এ তিন শিশুর মৃত্যু ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের সিদ্দিক মিয়ার দেড় বছর বয়সী শিশু ছেলে আকাশ মিয়া পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে বেলা আড়াইটার দিকে পানিতে পড়ে মাইমুনা নামে দেড় বছর বয়সী অন্য একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে উপজেলার পোগলা ইউনিয়নের কূঁতিগাও গ্রামে। শিশু মাইমুনা কূঁতিগাও গ্রামে নানার বাড়িতে পরিবারের লোকজনের সাথে বেড়াতে এসেছিল। সে বারহাট্টা উপজেলার সাকোয়া গ্রামের মামুন মিয়ার মেয়ে।

অপরদিকে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বগাজান গ্রামের আয়নাল হকের দেড় বছর বয়সী এক মেয়ে শিশু বাড়ির পেছনের ডোবায় পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর,এমও) ডা. মো. আশেক উল্লাহ খান ওই তিন শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, পৃথক পৃথক সময়ে ওই তিন শিশুকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন