করোনার কাছ থেকে পালিয়েও বাঁচতে পারলেন না ইমাম

  02-06-2020 09:40PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন হাফেজ আলী আজগর (৪৫) নামে টাঙ্গাইলের এক মসজিদের ইমাম। ঈদের দুদিন আগে পালিয়ে নিজ বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামে আসেন। এর পর আজ মঙ্গলবার সকালে মারা যান তিনি।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান এস এম আকরাম হোসেন জানান, হাফেজ আলী আজগর টাঙ্গাইলের একটি মসজিদে ইমামতি করতেন। সেখানে তার করোনা পজেটিভ হওয়ার পর আইসোলেশনে ছিলেন। তিনি ঈদের দুই দিন আগে পালিয়ে বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তার অসুস্থতা বেড়ে গেলে আজ সকালে নিজ বাড়িতে মারা যান।

আকরাম হোসেন বলেন, ‘আমি বিষয়টি ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাহেবকে জানালে আজ বিকেলে তার নিজ বাড়িতে সরকারি বিধান মেনে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় দাফন করা হয়। তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন বলেন, ‘মারা যাওয়ার পর আমরা খবর পাই। তার নমুনা সংগ্রহ করা হয়েছে ফলাফল পাওয়ার পর জানা যাবে সে করোনায় মারা গেছে, না অন্য কিছু।’

এ বিষয়ে কথা বলতে ইউএনও মাসুদ কামালকে একাধিকবার কর কার হলেও তিনি রিসিভ করেননি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন