ফুলবাড়িয়ায় বজ্রপাতে নিহত ১

  04-06-2020 08:25PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম-পাটুলী ও কালাদহ ইউনিয়নে তিনটি গ্রামে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আছিম-পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের কৃষক মোতালেব (৬০) গোসল করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি নিহত হন। মোতালেব ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

একই ইউনিয়নের রামনগড় গ্রামের মোফাজ্জলের হোসেনের ছেলে রবিন (১৩) বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। এছাড়া পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশে খোলা মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে আইয়ুব আলীর ছেলে ইমরান (১৭) মারা যায়।
আছিম-পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান জানান, তার ইউনিয়নে বজ্রপাতে দু'জন নিহত হয়েছেন। বিদ্যানন্দ গ্রামের স্থানীয় সাংবাদিক মতিন কাজী জানান, হালকা বৃষ্টি সময় ঘুড়ি ওড়াতে গিয়ে ইমরান নামের কিশোর নিহত হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, 'বজ্রপাতে তিনজন নিহত হওয়ার খবর শুনেছি।'

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন