তানোরে করোনার উপসর্গ নিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

  28-06-2020 07:33PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে করোনা উপসর্গ নিয়ে মুকবুল হোসেন(৭৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে কামারগাঁ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। নিহত মুকবুল হোসেন কামারগাঁ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি কামারগাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

এদিকে উপজেলায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ২৪জন।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোজি আরা খাতুন বলেন, নিহত মুকবুল হোসেন গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশি ছিলো। বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার দুই ছেলে মোবারক হোসেন (৪৯), ও আব্দুর রাজ্জাক (৩৬) করোনায় আক্রান্ত। আমাকে মৃত্যুর খবর অনেক পরে জানানো হয়েছে। মৃত্যুর ২/৩ ঘন্টার মধ্যে নমুনা না নিলে কোন কাজ হবে না। ওদের বাড়ি লকডাউন করা আছে। স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন