আখাউড়া বন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রফতানি শুরু

  29-06-2020 06:46PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া স্থলবন্দরকরোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রফতানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ত্রিপুরায় মাছ রফতানি শুরু হওয়ায় স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, দীর্ঘ তিন মাস পর সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৯টি ট্রাকে করে ২৫ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ ত্রিপুরায় গেছে।

করোনাভাইরাস প্রতিরোধে ভারতজুড়ে লকডাউন থাকায় গত ২৪ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রফতানি বন্ধ ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন