মনিরামপুরে ২ স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের করোনা পজেটিভ

  30-06-2020 04:38PM

পিএনএস ডেস্ক : যশোরের মনিরামপুরে নতুন করে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৭ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার ৭ জনের করোনা পজেটিভ ফল আসে। নতুন আক্রন্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মী রয়েছেন। এছাড়া পৌরশহরের কামালপুর এলাকায় ১, মোহনপুরে ১, উপজেলার লাউড়ি গ্রামে ১, জামলা গ্রামে ১ ও দেবিদাসপুর গ্রামে ১ জন রয়েছেন।

তিনি বলেন, আক্রান্ত সাত জনকেই তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান জানান,নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।

উল্লেখ্য, মনিরামপুর থেকে এ পর্যন্ত মোট ২৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন, সুস্থ হয়েছেন ১৩ জন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন