ডিমলায় মুক্তিযোদ্ধা পরিষদ অফিস উদ্বোধন

  30-06-2020 08:02PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ঘরে ঘরে সকলের মধ্যে জাগ্রত করতে হবে ৭১এর মুক্তিযোদ্ধাদের চেতনা। এই উপলক্ষে নীলফামারী ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন কাকড়া বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়ে দ্রুত সুস্থ্য হওয়া ও তার স্ত্রী লায়লা আরজুমান বানু (লিলি’)র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গত কাল বিকাল ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জামুকা কর্তৃক নিবন্ধন নং-২৩৯/১৭ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি সফিয়ার রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউপি সদস্য সলেমান গণি, সাংবাদিক আব্দুল মালেক, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক দবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম প্রহরে আলোচনা, মিলাদ মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দ্বিতীয় প্রহরে ফিতা কেটে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ অফিস উদ্বোধন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন