নরসিংদীতে নতুন ৫২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৪১৩

  01-07-2020 05:20PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় নরসিংদীতে নতুন ৫২ জন আক্রান্ত হওয়াসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৪১৩ জন ও মৃত্যুবরণ করেছেন- ৩৮ জন।

সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫২ জন আক্রান্তের খবর পাওয়া যায়।

নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদর উপজেলায়- ২১ জন, শিবপুর- ৩ জন, মনোহরদী- ৩ জন, পলাশ- ৮ জন, বেলাব- ৬ ও রায়পুরা উপজেলায়- ১১ জন। মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ রোগী ১৪১৩ জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায়- ৮৯৭ জন, শিবপুর- ১২৯ জন, পলাশ- ১২২ জন, মনোহরদী- ৭৬ জন, বেলাব- ৮১ জন, রায়পুরা উপজেলায়- ১০৮ জন।

সুস্থ্য হয়ে আইসোলেশনমুক্ত হয়েছেন- ৮৮৯ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ২৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৪৬৬ জন। জেলা থেকে মোট স্যাম্পল সংগ্রহ করা হয়েছে ৬৯৩২ জনের। রেজাল্ট পাওয়া গেছে ৬৮৪৫ টি নমুনার।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন- ৩৫ জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায়- ২২ জন, পলাশ- ২ জন, শিবপুর- ১ জন, রায়পুরা- ৪ জন, মনোহরদী- ২ জন ও বেলাব উপজেলায়- ৪ জনের মৃত্যু হয়। নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৮ জনে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন