কুমেক হাসপাতালে করোনা উপসর্গে মৃত্যু ৫

  02-07-2020 12:04PM


পিএনএস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মৃত, কুমিল্লার চান্দিনার ইউসুফ আলী (৪৯)। আইসিইউতে মারা যান কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নাবিল (২৮), কুমিল্লার দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার (৮০), কুমিল্লা সদরের বলরামপুরের রিনা আক্তার (৫২) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া (৬৪)।

এদিকে এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। তাদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন