গাইবান্ধায় বাম জোটের রাজপথে অবস্থান

  02-07-2020 05:02PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : রাষ্ট্রায়ত্ব পাটকল সমূহ বন্ধের চক্রান্ত বন্ধসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে রাজপথে এক অবস্থান কর্মসূচি পালন করে।

বক্তারা বলেন, সরকার হাজারো শ্রমিকের পেটে লাথি দিয়ে দেশের ২২টি রাষ্ট্রায়ত্ব পাটকল বিক্রির চক্রান্ত করছে। একদিকে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে দিলে অসংখ্য মানুষ কর্মসংস্থান হারিয়ে অনাহার-অসহায় জীবনযাপন করবে। তাই বক্তারা সরকারের এমন অরাজনৈতিক-গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানান।

বক্তারা আরও বলেন, দেশে স্বাস্থ্যখাতে অনিয়ম-দূর্নীতি, অব্যবস্থাপনা বন্ধ, বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরিক্ষা ও চিকিৎসা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বছরে মনগড়া জ্বালানির দামবৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারসহ বন্যা নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জোট সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক প্রমুখ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন