শেরপুর ও কাগজপুর সেতু আজ থেকে চার দিন বন্ধ

  03-07-2020 04:12PM

পিএনএস ডেস্ক : জরুরি মেরামতকাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু আজ শুক্রবার থেকে চার দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ জন্য সব যানবাহনের চালকদের বিকল্প পথে চলাচলের জন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সওজ জানিয়েছে, আজ সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত মহাসড়কের ১৯২ কিলোমিটার অংশে অবস্থিত শেরপুর সেতু এবং ১৯৭ কিলোমিটার অংশে অবস্থিত কাগজপুর সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সেতু দুটিতে ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবের মেরামতকাজ চলবে।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী রীতেশ বড়ুয়া জানান, সড়কের সেতু দুটিতে মেরামতকাজ চলবে। তাই সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী যানবাহনকে বিকল্প রাস্তা হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট অথবা শ্রীমঙ্গলের সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন