করোনাক্রান্ত ফরিদপুর কোতোয়ালি থানার ওসি

  03-07-2020 04:52PM

পিএনএস ডেস্ক : ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা গেছে। এছাড়া একই থানার এসআই (দ্বিতীয় কর্মকর্তা) বেলাল হোসাইনের্ও করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ফরিদপুর জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮৬ জন। আর জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৫ জন।

ফরিদপুরের সিভিল সার্জন জানান, ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, দ্বিতীয় কর্মকর্তা (এসআই) মো. বেলাল হোসেন রয়েছে।
তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। এর মধ্যে ফলোআপ রয়েছে ১১ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে কোতোয়ালি থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তার করোনা শানক্ত হয়েছে। শনাক্তের হার ফরিদপুর সদরে বেশি। ফরিদপুর সদরের অধিবাসীদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে ক্রমবর্ধমান এ ধারা কমবে না। আমাদের সকলকে সচেতন হতে হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন