নান্দাইলে জমি নিয়ে বিরোধে যুবতি খুন

  04-07-2020 08:56PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ইতি আক্তার (২০) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নিহত হন তিনি।

জানা গেছে, উপজেলার রাজগাতি ইউনিয়নে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধলে প্রতিপক্ষের বল্লমের আঘাতে প্রাণ নিহত হয় ইতি আক্তার (২০)। ইতি এ বছর এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। সে রাজগাতী ইউনিয়নের বনাটি নয়াপাড়া গ্রামের শাহেদ ভূইয়ার মেয়ে।

রাজগাতি ইউনিয়নের সদস্য মাসুদ মিয়া জানান, তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। শনিবার সকালে শাহেদ ভূইয়া ও তার ছেলে শহিদ মিয়া জমিতে বীজ তলা তৈরি করতে গেলে, লাল মিয়ার ছেলে দুলাল ও রিপন দেশীয় অস্ত্রশস্র নিয়ে তাদের উপর হামলা চালায়। মারামারি ফিরাতে গিয়ে বল্লমের আঘাতে শিক্ষার্থী ইতি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন