ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

  06-07-2020 03:53PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সম্প্রতি বয়ে যাওয়া তিস্তা নদীর প্রবল বন্যায় ৫নং গয়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১৫০টি পরিবার পানিবন্দি হয়ে পরে। সেই সাথে বিনষ্ট হয় ধান বীজ, তরি তরকারী সহ বেশ কিছু বাড়ী ঘর। ইতিমধ্যে উপজেলা প্রশাসন গৃহ হারা ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ২০০০ টাকা, খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে, নীলফামারী ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (ত্রাণ) শাখার সহায়তায় ৬ই জুন গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ১৫০টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল, করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে এলজিএসপি-৩ এর সহায়তায় সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়া সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, ইউপি চেয়ারম্যান সামসুল হক, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফিরোজুল আলম, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ ফজলুল বারী, ইউপি সচিব নুরুল ইসলাম, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণের উদ্বোধনের শেষে উপজেলা নির্বাহী অফিসার শুটিবাড়ী হাট মনিটরিং করেন এবং শুটিবাড়ী হাট সার্বজনীন মন্দিরের গলিকে কেন্দ্র করে আশু সমস্যা নিরশনে চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন