নাটোরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

  06-07-2020 05:14PM

পিএনএস ডেস্ক : নাটোরে মহামারী করোনার মধ্যেও ঋণের কিস্তি পরিশোধের জন্য দেয়া চাপে পিটার কস্তা (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার ভোরে জেলার বড়াইগ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন পিটার।

আত্মঘাতী পিটার উপজেলার জোনাইল ইউনিয়নের পারবোর্ণী গ্রামের মৃত শিমন কস্তার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিটার জোনাইল বাজার এলাকায় বিভিন্ন মহাজনের নিকট থেকে চড়া সুদে ঋণ নেন। সর্বশেষ সাজেদুর রহমান নামে একজনের নিকট থেকেও ঋণ নেন তিনি। এরপর সাজেদুর সম্প্রতি সুদ-আসলে প্রায় ১০ লাখ টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। এভাবে বিভিন্নজনের নিকট থেকে নেয়া তার মোট ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫ লাখ টাকা। এতো টাকা কিভাবে পরিশোধ করবেন এই নিয়ে দুই তিনদিন থেকে পিটার এলোমেলো আচরণ করতে থাকেন। এরপর সোমবার ভোররাতে নিজ বাড়ির গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পিটার।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পিটার কস্তা ঋণের চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন