ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদী থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

  07-07-2020 08:40PM

পিএনএস ডেস্ক : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে নাগরনদী থেকে রাজু আহম্মেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই সীমান্তের গেরুয়াডাঙ্গী এলাকায় ৩৭৯ নং পিলার এলাকার নাগর নদীতে ভাসতে দেখে এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজু আহম্মদ হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সুত্র জানান, মৃত রাজু সহ বেশকিছু শ্রমিক পানিপথে ভারতের পান্জাব এলাকায় গিয়ে ইটভাটায় কাজ করতো।গত রোববার (৫ জুলাই) রাতে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাড়িতে ফিরছিল। ওইসময় ভারতের ১৪৬ কৃষানগন্জ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা নাগর নদীতে ঝাঁপ দেয়।অন্যান্যরা সাতরিয়ে পাড়ে উঠলেও রাজু সাতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।পরে রাজুর সহকর্মী ও পরিবারের লোকজন তাকে নদীতে খোঁজাখুঁজি করেও পায়নি।

হরিপুর থানার ওসি মোঃ আমিরুজ্জামান জানান,লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্ত রিপোর্ট হতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মঙ্গলবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন