করোনা কেড়ে নিলো আরেক পুলিশ কর্মকর্তার প্রাণ

  08-07-2020 12:08AM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মীর ফারুক (৫১) মারা গেছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মীর ফারুক ঝালকাঠির নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের মৃত মীর কাশেমের ছেলে। তিনি বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। এর আগে মেহেন্দিগঞ্জ থানায় ছিলেন তিনি। তিন মেয়ের জনক ছিলেন মীর ফারুক।

শেবাচিম’র পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, রোববার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ফারুক। হাসপাতালে ভর্তির আগেই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তখন তার রিপোর্ট পজিটিভ এসেছিল। তার অনেক শ্বাসকষ্ট ছিল। এজন্য করোনা ইউনিটের আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সেই সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল ৪টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন