ফের বন্যা সুনামগঞ্জে

  10-07-2020 03:55PM


পিএনএস ডেস্ক: ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। আজ শুক্রবার জেলার প্রধান নদীর সুরমার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৩ মিলিমিটার।

এতে করে আবারো প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। পানির নিচে ডুবে গেছে অনেক রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েছেন প্লাবিত এলাকার মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী চারদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পানিও বাড়তে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয় সুনামগঞ্জে। বন্যা কবলিত হন জেলার ৩২ টি ইউনিয়নের মানুষ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন