মানিকগঞ্জে বড়শিতে ধরা পড়া ৮ ফুট ডলফিন কেটে কেটে বিক্রি!

  10-07-2020 06:16PM

পিএনএস ডেস্ক : বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে কালিগঙ্গা নদীর খেয়া ঘাটের দক্ষিণ পাশে জেলেদের নৌকায় ৮ ফুট লম্বা একটি ছোট ডলফিন (শুশুক) ধরা পড়ে।

জেলেদের বড়শিতে আটকা ওই ডলফিন পরে রশি দিয়ে বেঁধে পাড়ে ওঠায় স্থানীয়রা। এরপর তারা ডলফিনটি কেটে বিক্রি করেছে।এ ঘটনার নিন্দা জানিয়েছেন সচেতন নাগরিকরা। পাখি ও

পরিবেশ লালন করি (পালক) এর সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এভাবে ডলফিনের বাচ্চাটিকে নদীতে ছেড়ে না দিয়ে কেটে কেটে বিক্রির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এ ঘটনার ছবি ফেইসবুকে ভাইরাল হয়। অনেকেই এর বিচার দাবি করেন।

তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ ব্যাপারে দায়িত্ব পালন করা দরকার ছিল।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন শুক্রবার বলেন, আমি ইউপি চেয়ারম্যান-সদস্যদের ঘটনাস্থলে পাঠাব। এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন