বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের জেলা কমিটি গঠিত

  11-07-2020 04:39PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের আয়োজনে শনিবার গাইবান্ধার সুরবানী সংসদ মিলনায়তনে জেলার সাতটি উপজেলার নিবন্ধনকৃত সকল বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরবানী সংসদ পাঠাগারের সভাপতি আবু জাফর সাবুর সভাপতিত্বে ও সুলাতানা রাজিয়া পাঠাগারের সভাপতি বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্য পাঠাগার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সামিউল ইসলাম পিপলু, রফিকুল ইসলাম, শামীম সরকার, নিজাম উদ্দিন, মোক্তাদির রহমান রোমান, একেএম মাহবুবুল হক, নুর আলম, বিমল চন্দ্র, আবু তালেব, আব্দুল হান্নান, ইয়াছিন আরাফাত, কামরুজ্জামান চান প্রমুখ।

সভায় সম্মতিক্রমে গাইবান্ধা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটি ২০২০-২০২৩ সালের জুন পর্যন্ত এই কমিটির কার্যক্রম বহাল থাকবে। নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি আবু জাফর সাবু (সুরবানী সংসদ পাঠাগার), সহ-সভাপতি সামিউল ইসলাম পিপলু (সাত ভাই চম্পা পাঠাগার), রফিকুল ইসলাম রঞ্জু (মুন্সিরহাট পাবলিক লাইব্রেরী পাঠাগার), সাধারণ সম্পাদক শামীম সরকার (স্বপ্ন চুড়া পাঠাগার), যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (ক্যারিয়ার পাঠাগার), সাংগঠনিক সম্পাদক মোক্তাদির রহমান রোমান (তৃণমূল লাইব্রেরী), কোষাধ্যক্ষ একেএম মাহবুবুল হক (চন্ডিয়া আলোকিত পাঠাগার), দপ্তর সম্পাদক নুরুল ইসলাম (নবীন সংঘ পাঠাগার), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন (সুলতানা রাজিয়া পাঠাগার), নির্বাহী সদস্য বিমল চন্দ্র (অবসরপ্রাপ্ত সৈনিক পাঠাগার), আবু তালেব সরকার (মমেনা পাঠাগার)।

পিএনএস/এসআইআর




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন