ডোবার পানি পান ও গোসল করলেই করোনা মুক্তির গুজব!

  11-07-2020 08:22PM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরে ডোবার পানি পান ও গোসল করলেই করোনাসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এমন গুজব ছড়িয়ে পড়ার পরপরই সদর উপজেলার লাহারকান্দিতে একটি ডোবায় ভিড় করছে শত-শত মানুষ। সত্য-মিথ্যা যাচাই না করেই অনেকে ডোবা থেকে পানি নিচ্ছেন।

লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশু বলেন, ডোবার পাশের বাড়ির মাহবুবুল ইসলামের ছেলে রাশেদ স্বপ্নে দেখেছেন এ ডোবার পানি খেলে করোনাসহ নানা রোগ থেকে মুক্তি মিলবে। তিনি বিষয়টি এলাকায় প্রচার করছেন।

চেয়ারম্যান মোশারফ বলেন, আমাকেও এক বোতল পানি দিয়েছেন রাশেদ। লোকমুখে একজন থেকে আরেকজন শুনে এখানে ভিড় করছেন। অনেকেই পানি নিয়ে খেয়েছেন এবং খাচ্ছেন। তবে রোগমুক্তির বিষয়টি জানা নাই।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফফার বলেন, লাহারকান্দি ইউপির সহিদপুর গ্রামে সাদুল্লা হাজি বাড়ির পাশে একটি ডোবার পানি দীর্ঘদিন ধরে বুদবুদ উঠছে। কিন্তু ওই পানি পানে রোগমুক্তির বিষয়টি পুরোটাই গুজব। এসব কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং নোংরা পানি থেকে নানা রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে।

এদিকে ডোবার পানি পান করলে করোনাসহ বিভিন্ন রোগ সেরে যাবে শুনে বিভিন্ন স্থান থেকেও আসছেন মানুষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন