করতোয়ার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

  13-07-2020 09:45PM

পিএনএস ডেস্ক : পঞ্চগড়ে টানা ভারি বর্ষণে করতোয়াসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীর মিরগড় ঘাটের চারশত মিটার কাঠের সেতু পানিতে তলিয়ে গেছে। ধাক্কামাড়া ইউনিয়ন ও সাতমেরা ইউনিয়নের দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

পঞ্চগড় পৌরসভা এলাকাও প্লাবিত হয়েছে। পৌরসভার নিমনগড়, পৌরখালপাড়া, রামের ডাংগা শতাধিক বাড়ি করতোয়া নদীর পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া পরিবারগুলো আশে পাশের উচু স্থানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। আপাতত দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, করতোয়া নদীর পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ভারী বর্ষণ ও উজানের পানি আসতে শুরু করলে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার মিরগড় এলাকার হাসান আলী জানান, এই কাঠের সেতুটিই আমাদের যোগাযোগের একমাত্র সম্বল। আমরা সহজে এই অস্থায়ী সেতু দিয়ে ধাক্কামারা ও সাতমেরা ইউনিয়নের মানুষ যাতায়াত করি। সেতুটি ভেঙ্গে যাওয়ায় আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম জানান, অতিবর্ষণ হলেই আমার এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রায় দুই শতাধিক পরিবার এখন উচু স্থানে অবস্থান করছে। তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন