ডিমলায় ট্যাব ও মাস্ক বিতরণ

  14-07-2020 06:01PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : অদৃশ্য কোভিড- ১৯ এর প্রাদুর্ভাব এড়াতে নীলফামারী ডিমলা উপজেলা ডালিয়া ব্র্যাক শাখা উদ্যোগে পানির ট্যাব স্থাপন ও মাস্ক বিতরণ করা হয়।

অফিস যাতায়াতের পথে এ ব্যবস্থা অব্যাহত রেখেছেন শাখাটি ১৪ জুলাই শাখা ব্যবস্থাপক আনারুল হক এর সঙ্গে কথা হলে তিনি প্রতিবেদক কে বলেন বাংলাদেশ সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলা ধারা অব্যাহত রাখার ব্যাপারে সারাদেশের ন্যায় ডালিয়া ব্র্যাক শাখা সর্বসাধারনের জন্য ডালিয়া নতুন বাজারে সাবান সহ হাত ধোয়া এ ব্যবস্থা করা হয় । অফিসে যাতায়তে দার প্রান্তে একই প্রক্রিয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটেশন ব্যবহার ব্যবস্থা করা হয় । আমরা দয়াময় ¯্রষ্টার কাছে এই প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে এ প্রাদুর্ভাব থেকে রক্ষা করেন। তাদের এই উদ্যোগকে কিভাবে দেখছেন ৭নং খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার? এ ব্যাপারে তিনি প্রতিবেদকে বলেন দেশের চলমান করোনা ভাইরাস কতদিন থাকবে তা আমরা কেউ বলতে পারিনা । এর প্রাদুর্ভাব এড়াতে স্বাস্থ্যসেবা মানা আবশ্যক। ডালিয়া ব্র্যাক শাখা যা করেছেন তা প্রশংসনীয় । আমাদের আরো সচেতন হওয়া দরকার। রোগ প্রতিকারের আগে প্রতিরোধ দরকার। তাই আল্লাহ যেন এই মৃত্যুর মিছিলে কাউকে শরীক না করান । আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন