যমুনার পানি বৃদ্ধি

  15-07-2020 12:26PM


পিএনএস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ৪৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদী ছাড়াও জেলার অভ্যন্তরীণ ইছামতি, ধলেশ্বরী, কান্তাবতী ও কালিগঙ্গাসহ জেলার নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী অঞ্চলসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষকরা। গত কয়েকদিন ধরে নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন