ডিমলায় ভিটা মাটি হারা পরিবারের মাঝে অর্থ ও খাদ্য বিতরণ

  30-07-2020 03:51PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সমসাময়িক বন্যায় ভিটা মাটি হাড়া নীলফামারী ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা ও বাইশপুকুর মৌজায় ২১ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থ ও উপজেলা প্রশাসন বাস্তবায়নে ৩০ জুলাই দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চত্তরে নগদ অর্থ ২০০০ হাজার টাকা , ১০ কেজি মিনিকেট চাউল,মসুর ডাল ১ কেজি, আয়োডিনযুক্ত লবন ১ কেজি,চিনি ২ কেজি,লুডুস ৫০০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার বিতরন করা হয় । এ সময় উপস্থি ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার,ইউপি সদস্য আব্দুস সালাম, জগদীশ চন্দ্র রায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ। বিতরন প্রাক্কালে নির্বাহী অফিসার সুবিধাভোগীদের উদ্দেশ্য করোনা ভাইরাস প্রাদুর্ভাব এড়াতে মুখে মাক্স,সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে লোক সমাগম থেকে দুরে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং আসন্ন ঈদ-উল আযহায় সরকারী নির্দেশনায় পালনে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন